ঢাকা, শনিবার, ৪ মে, ২০২৪

রাজধানীর মতিঝিলে আদমজী কোর্ট ভবনে আগুন

রাজধানীর মতিঝিলে আদমজী কোর্ট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (২২ মার্চ) দুপুরে দেড়টার দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ড ঘটে।


তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।


ফায়ার সার্ভিস বলছে, আগুনের মাত্রা কিছুটা কম দেখা গেলেও পুরো ভবন ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। মতিঝিল ব্যাংক এলাকায় আগুন লাগার কারণে মোট ১৩টি ইউনিট কাজ করে। প্রথমে ৭টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও ছয়টি ইউনিট যোগ হয়। ভবনের ছাদে ফায়ার সার্ভিসের দুটি স্টিলের মই ব্যবহার করে পাইপ টেনে দমকল কর্মীরা নিয়ন্ত্রণে আনেন।



ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

ads

Our Facebook Page